
বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়৷ ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি৷
এর আগে, পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ পদত্যাগের সিদ্ধান্ত একদিন আগে নেওয়া হলেও তা তখন ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়৷
শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে জয় বলেন, ‘তিনি দেশ ছাড়তে চাননি। দেশে সংঘর্ষ চলাকালে জানানো হয়েছিল গণভবনে হামলা করবে। তখন আমরা পরিবারের সদস্যরা তাকে (শেখ হাসিনা) কনভিন্স করলাম, এরা শুধু অন্দোলনকারী নয়, সন্ত্রাসীও। তারা তোমার ওপর হামলা করবে। তোমাকে দেশ ছেড়ে যেতেই হবে।’
শেখ হাসিনার মার্কিন ভিসা বাতিল হওয়ার সত্যতা সম্পর্কে জানতে চাইলে জয় জানান এটি গুজব।
আওয়ামী লীগের নেতৃত্ব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বর্তমানে তাঁর রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই৷
সজীব বলেন, ‘তিনবারের মতো আমাদের সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো। আমি আর আমার মা বাদে পরিবারের বাকি সদস্যরা অনেক বছর ধরে বিদেশে আছে। এখানে জীবনের কোনো অসুবিধা নেই। এখানে আমরা থাকতে অভ্যস্ত। দেশের জন্য এত করেছি গত ১৫ বছরে বাংলাদেশকে ডিজিটালাইজড করতে প্রচুর পরিশ্রম করেছি। দেশের যে উন্নয়ন হয়েছে, এরপরও যদি মানুষ আমার পরিবারের সঙ্গে এমনটা করে তাহলে কিছুই করার নেই।’
‘নির্বাচন হলেও আওয়ামী লীগকে মাঠে নামতে দেয়া হবে কি না, সেই প্রশ্ন থেকে যায়। ভয়ঙ্কর পরিস্থিতিতে নেতাকর্মীদের কিছু বলতে পারি না। কারণ, তাদের ওপর নির্যাতন চলছে। তাদের জীবন বাঁচানো আমার কর্তব্য,’ যোগ করেন তিনি।
শেখ পরিবারের কোনো সদস্যরই রাজনীতিতে আসার কোনো কারণ নেই বলে জানান সজীব ওয়াজেদ জয়।
শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন এ রকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনা ভালো আছেন, এখন দিল্লিতে আছেন৷ আমার বোন ওনার কাছে আছেন৷ আমার বোনতো দিল্লিতে থাকেন৷ তিনি ভালো আছেন, তবে তাঁর খুবই মন খারাপ৷'
জয় বলেন, ‘তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা জান দিয়েছেন, পুরো পরিবার জান হারিয়েছে৷ যেই দেশের জন্য তিনি জেল খেটেছেন, এত পরিশ্রম করেছেন, এত উন্নয়ন করেছেন, সেই দেশের মানুষ তাঁকে এভাবে অপমান করে বের করে দেবে, তার ওপর আক্রমণ করতে যাবে, এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি।’
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]