
চলমান পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
৫ আগস্ট, সোমবার পদত্যাগ করে দেশ ছেড়ে গেছেন শেখ হাসিনা। এরপর বাংলাদেশ সেনাপ্রধান একটি অন্তবর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন।
এরপরই সংস্থাটি বাংলাদেশের বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করলো।
গত বছরের জানুয়ারিতে আইএমএফ বাংলাদেশকে ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ দেয়। এদিকে আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি।
সংস্থাটি আরও জানায়, বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে এবং অন্তর্ভূক্তিমূলক প্রবৃদ্ধি প্রদানে কাজ করে যাবে।
সূত্র : রয়টার্স
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]