
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এর সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল মুহিতকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন কোটাবিরোধী আন্দোলনকারীরা। এসময় তার সঙ্গে থাকা সহকারী প্রক্টর বদরুল ইসলামকেও ধাওয়া দেন কোটাবিরোধীরা।
১৬ জুলাই, মঙ্গলবার বিকেলে ঢাবির মেডিকেল সেন্টারের সামনে কোটাবিরোধীদের মারধরের শিকার হন ফার্মেসি বিভাগের এই অধ্যাপক।
সূত্র জানায়, দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় কোটাবিরোধীদের হাতে থাকা লাঠিসোঁটা ফেলে শান্তিপূর্ণভাবে হলে ফিরে যাওয়ার কথা বলেন প্রক্টরিয়াল বডির শিক্ষকরা। এ সময় কোটাবিরোধীদের তোপের মুখে পড়েন তারা। শিক্ষার্থীরা তাদেরকে উদ্দেশে ‘দালাল’, ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন। কয়েকজন শিক্ষার্থী অধ্যাপক মুহিতকে লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান।
এদিকে, কোটাবিরোধীদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির আরও কয়েকজন শিক্ষকের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছেন অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, ড. ফারজানা আহমেদ, ইমামুল হক সরকার টিটু প্রমুখ।
বিবার্তা/রোমেল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]