
আন্দোলনকারীরা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
তিনি বলেন, এই আন্দোলনটা সম্পূর্ণ অন্য কোনো উদ্দেশ্যে করা হচ্ছে। প্রধান বিচারপতি আদেশে বলে দিয়েছেন, তাদের (আন্দোলনকারীদের) বক্তব্য থাকলে আদালতে আসতে পারেন। তারা কিন্তু আসছে না।
১৬ জুলাই, মঙ্গলবার সুপ্রিম কোর্টের নিজ দপ্তরে সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, আমি একটি টকশোতে অনুরোধ করেছি (আন্দোলনকারীদের) কোনো একজন আইনজীবীর সাথে কথা বলেন। তারা বলছে, প্রশাসনিক আদেশ দিয়ে সরকার এটা (কোটা বাতিল কিংবা সংস্কার) করে দিতে পারে। যারা এটা বলছেন এবং তাদের (আন্দোলকারীদের) যারা বুদ্ধিদাতা, হয় তারা আইন জানেন না, নয় তারা তাদের ভুল পথে পরিচালিত করার জন্য এই কথাগুলো বলছেন। তাদের (আন্দোলনকারীদের বুদ্ধিদাতারা) রাজনৈতিক উদ্দেশ্য আছে। তারা চাইছে ঘোলা পানিতে মাছ শিকার করা।
তিনি বলেন, যেহেতু আদালত আদেশ দিয়ে বাতিল (কোটা বাতিলের পরিপত্র) করে দিয়েছেন, সেখানে সরকার আরেকটা আদেশ দিয়ে কোটা বাতিল করতে পারে না। করলেও সেটা সাথে সাথে বাতিল হয়ে যাবে। তাই সুপ্রিম কোর্ট থেকে চূড়ান্ত আদেশ পাওয়ার পর যেটা করার সেটা করতে হবে। তার আগে পারবে না।
তিনি আরো বলেন, এই আন্দোলনের উদ্দেশ্য যদি কোটা বাতিলই হতো, তাহলে সবচেয়ে বড় জায়গা হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যেটা বলে দেবে সেটা তো কেউ আর পরিবর্তন করতে পারবে না। সুতরাং আমি বলব, প্রথমে ছাত্ররা (আন্দোলনকারী) একটা দাবি নিয়ে আসছিল। পরে তাদের পেছন থেকে ইন্ধন দিচ্ছে, বুদ্ধি দিচ্ছে। যারা বুদ্ধি দিচ্ছে তাদের উদ্দেশ্য অন্যকিছু। ভিন্ন খাতে প্রবাহিত করতেই এটা তারা করছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]