হজযাত্রীদের লাগেজে বি‌ড়ি-জর্দা পাচারের চেষ্টা, তিন হজ এজেন্সির বিরুদ্ধে তদন্ত শুরু
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ১৯:২৫
হজযাত্রীদের লাগেজে বি‌ড়ি-জর্দা পাচারের চেষ্টা, তিন হজ এজেন্সির বিরুদ্ধে তদন্ত শুরু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

হজযাত্রীদের না‌ম দি‌য়ে ৩০ লাগেজ তামাকপাতা, বি‌ড়ি, জর্দা, গুল ইত্যাদি গোপ‌নে সৌ‌দিতে পাচা‌রের অভি‌যো‌গে ৩টি হজ এজে‌ন্সির বিরুদ্ধে তদন্ত শুরু ক‌রে‌ছে ধর্ম মন্ত্রণালয়। সৌ‌দি সরকা‌রের নি‌ষেধাজ্ঞা অমান‌্য ক‌রে প‌রিক‌ল্পিতভা‌বে তারা এই তামাক জাতীয় দ্রব্য পাচার করার চেষ্টা করছিল। এর জেরে ইতোমধ্যে ৩ এজে‌ন্সি‌কে শোকজ করা হ‌য়ে‌ছে।


১৪ জুলাই, রবিবার পাঠা‌নো নো‌টি‌শে তা‌দের বিরু‌দ্ধে কেন প্রশাস‌নিক ব্যবস্থা গ্রহণ ও এজেন্সির লাইসেন্স বা‌তিল করা হ‌বে না, তা জান‌তে চে‌য়ে ৩০ জুলাইয়ের ম‌ধ্যে জবাব দি‌তে বলা হ‌য়ে‌ছে।


নো‌টিশ প্রাপ্ত তিন এজে‌ন্সি‌ হ‌লো- লিড এজেন্সি খিদমাহ ওভারসিজ এবং সমন্বয়কারী এজেন্সি জিলহজ্ব ট্রাভেলস ও আত-তাবলীগ হজ সার্ভিস।


জানা গে‌ছে, অভি‌যো‌গ প্রমা‌ণিত হ‌লে এজে‌ন্সিমা‌লিক ও তামাক পাচা‌রে জ‌ড়িত‌দের বিরু‌দ্ধে প্রশাস‌নিক ব্যবস্থা গ্রহ‌ণের পাশাপা‌শি এজে‌ন্সি ৩টির লাইসেন্স বা‌তিল হ‌তে পা‌রে।


ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, ১১ জুন ভোর ৫টা ৫৫ মিনিটে ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিড এজেন্সি খিদমাহ ওভারসিজের মোট ১৯৫ জন হজযাত্রীর মধ্যে ঐ এজেন্সির ১১১ জন, সমন্বয়কারী এজেন্সি জিলহজ্ব ট্রাভেলসের ৩৪ জন এবং আত-তাবলীগ হজ সার্ভিস’র ৩৭ জন নিবন্ধিত হজযাত্রী ছিলেন।


ফ্লাইনাসের ওই ফ্লাইটে লিড এজেন্সি খিদমাহ ওভারসিজের হজযাত্রীদের চেক-ইন চলাকালে তামাক পাতা, জর্দা ও বিড়িসহ একটি লাগেজ শনাক্ত করা হয়। কিন্তু সে‌টি সু‌নি‌র্দিষ্ট কো‌নও হজযাত্রীর লা‌গেজ ছিল না। খিদমাহ ওভারসিজের মোনাজ্জেম মোহাম্মদ আব্দুস সালাম, জিলহজ্ব ট্রাভেলসের স্বত্বাধিকারী মো. আবদুস সাত্তার এবং গ্রুপ লিডার মো. বাবুল মিয়া শনাক্ত করা ওই লাগেজসহ ৩০টি লাগেজ নিয়ে হজক্যাম্প ত্যাগের চেষ্টা করলে ক্যাম্পের মূল ফটকে বাংলাদেশ স্কাউটের সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনী এগুলো জব্দ করে। ৩০টি লাগেজের মধ্যে দুটি লাগেজের তালা ভাঙা হয়। সেখানে বিপুল পরিমাণ তামাক পাতা, গুল, জর্দা ও বিড়ি পাওয়া যায়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওইদিন গ্রুপ লিডার বাবুল মিয়া জানান, ৩০টি লাগেজের সবগুলোতেই এমন সামগ্রী আছে। জানা গে‌ছে, ৩০টি লাগেজ আশকোনার হজ অফিসে জব্দ অবস্থায় রয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। দুটি লাগেজ ছাড়া প্রায় সবগুলোতেই হজযাত্রীর নামসহ কোনও তথ্য পাওয়া যায়নি। লাগেজগুলোর ভেতরে রাখা অবৈধ পণ্য সামগ্রী হজযাত্রীর নয়; বরং সংশ্লিষ্ট ৩টি এজেন্সির লোকজনই পরিকল্পিতভাবেই ‌হজযাত্রী‌দের নাম দি‌য়ে গোপ‌নে অবৈধভা‌বে সৌ‌দিআর‌বে পাচা‌র কর‌তে চে‌য়ে‌ছি‌লেন।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com