ফের শাহবাগে কোটাবিরোধীদের অবস্থান
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ১৮:১০
ফের শাহবাগে কোটাবিরোধীদের অবস্থান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সরকারি সকল গ্রেডে কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে ফের শাহবাগ মোড় অবরোধ করেছেন তারা। এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়েছে।


১২ জুলাই, শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন কয়েক হাজার শিক্ষার্থী।


মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে যায়। পাশাপাশি ঢাকা কলেজের শিক্ষার্থীরাও অবস্থান নেন শাহবাগে।


শিক্ষার্থীরা বলছেন, পুলিশ দিয়ে এ আন্দোলন বন্ধ করা যাবে না। প্রশাসনকে যৌক্তিক জবাব দিতে হবে। কোটা সংস্কারের পরই তারা আন্দোলন থেকে সরে আসবেন।


হামলার বিচার দাবি করে শিক্ষার্থীরা বলেন, বাংলা ব্লকেড কর্মসূচিতে হামলা করেছে পুলিশ। এ হামলার প্রতিবাদে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। অবিলম্বে এ হামলার বিচার করতে হবে। দ্রুতসময়ের মধ্যে সব গ্রেডের সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা সংস্কার করে সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করে যৌক্তিক পর্যায়ে রাখতে হবে।


এদিকে যে কোনো রকম বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com