‘জলযটে’ যানচলাচল ব্যাহত, সময় নিয়ে বের হতে ডিএমপির অনুরোধ
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ১৩:২৯
‘জলযটে’ যানচলাচল ব্যাহত, সময় নিয়ে বের হতে ডিএমপির অনুরোধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সকাল থেকে ভারী বৃষ্টিপাতের কারণে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে যানচলাচল ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে নগরবাসীকে হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।


শুক্রবার (১২ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ অনুরোধ জানানো হয়।


ডিএমপি জানায়, প্রচণ্ড বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকা ডুবে গিয়ে রাস্তায় অনেক গাড়ি বিকল হয়েছে। এতে করে যানজটের সৃষ্টি হয়েছে। এ জন্য নগরবাসীকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।


যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে— ফকিরাপুল, নয়াপল্টন, বায়তুল মোকাররম, শান্তিনগর, মালিবাগ মোড়, আরামবাগ, প্রগতি সরণি, নিউ মার্কেট, ধানমন্ডি রাপা প্লাজা, বংশাল, মিরপুর রোকেয়া সরণি, দয়াগঞ্জ মোড়, সায়েদাবাদ বাস টার্মিনাল, নিমতলী, টয়েনবি সার্কেল রোড, ধানমন্ডি ২৭, এলিফ্যান্ট রোড, মৎস্যভবন, কারওয়ান বাজার, বিজয় সরণি, ঢাকা গেট ভিআইপি রোড ও মিরপুর মাজার রোড।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com