
সরকারি চাকরির সকল গ্রেড থেকে কোটা প্রত্যাহারের এক দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে কোটা বাতিলের আদেশ না হলে আগামীকালও (মঙ্গলবার) সায়েন্সল্যাব মোড় অবরোধ করার হুঁশিয়ারি দেন তারা।
৮ জুলাই, সোমবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এমন ঘোষণা দিয়ে সায়েন্সল্যাব মোড়ের অবরোধ তুলে নেন তারা।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যেকোনো মূল্যে কোটা বাতিলের আদেশ দিতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকবে। এই সময়ের মধ্যে যদি কোটা বাতিলের আদেশ দেওয়া না হয়, তাহলে ফের আগামীকাল অবরোধ করা হবে।
ঢাকা কলেজের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, এখন পর্যন্ত সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে এই বিষয়ে কোনো ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়নি। আমরা প্রত্যাশা করি, অবিলম্বে এই বিষয়ে দায়িত্বশীল পর্যায় থেকে সিদ্ধান্ত আসবে। ছাত্র সমাজের দাবি একটাই, অবিলম্বে যেন কোটা প্রত্যাহার করা হয়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির সাথে পর্যালোচনা করে আরও বিস্তারিত কর্মসূচি ঘোষণা করব।
এদিকে, শিক্ষার্থীরা অবরোধ ছেড়ে দেওয়ার পর মিরপুর সড়কে যানচলাচল শুরু হয়েছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]