
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) চার পরিচালকসহ পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাদের নতুন দায়িত্বও দেয়া হয়েছে।
৮ জুলাই, সোমবার র্যাব মহাপরিচালক (ডিজি) হারুন অর রশিদের সই করা এক আদেশে এ সিদ্ধান্ত নেয়া হয়।
ওই আদেশে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলামকে র্যাব-৮ এর অধিনায়ক, র্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহমানকে র্যাব সদর দপ্তরের অপারেন্স উইংয়ের পরিচালক, র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল কাজী যুবায়ের আলম শোভনকে র্যাব-৩ এর অধিনায়ক হিসেবে বদলি করা হয়।
একই আদেশে র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মুনীম ফেরদৌসকে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এবং র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবীরকে র্যাব-৫ এর অধিনায়ক করা হয়েছে।
বিবার্তা/এমবি/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]