
গুরুত্বপূর্ণ ম্যাচ খুব কমই এমন কামব্যাক করেছে বাংলাদেশ। বাউন্ডারি-ওভার বাউন্ডারিতে টাইগার বোলারদের রীতিমত চাপে রেখেছিল শ্রীলঙ্কার টপ-অর্ডার। তবে ইনিংসের নবম ওভারে টাইগারদের বোলারদের দুর্দান্ত কামব্যাকে পাল্টে যায় সবকিছু।
শেষ ১০ ওভারে রীতিমত খাবি খেয়েছে লঙ্কানরা। রিশাদ-মোস্তাফিজের আগুনে বোলিংয়ে বড় পুঁজি দাঁড় করতে পারেনি শ্রীলঙ্কা।
শনিবার (৮ জুন) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রানের সংগ্রহ পেয়েছে শ্রীলঙ্কা।
ক্রিজে বাংলাদেশের দুই বাঁ-হাতি ওপেনার, সে কারণে পার্টটাইমার ধনাঞ্জয়া ডি সিলভাকে দিয়ে আক্রমণ শুরু লঙ্কানদের।
তাকে প্রথম বলে স্লগ সুইপ করতে গিয়ে ব্যর্থ হন সৌম্য। তবে তিনি ধীরস্থির থাকতে পারলেন না মিড অনে উড়িয়ে মারার চেষ্টায় ক্যাচ দিয়ে বসেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গার হাতে।
ছোট পুঁজির সামনে যেভাবে আত্মবিশ্বাস নিয়ে খেলার কথা, সেটি হতে দিলেন না ওপেনাররা। দ্বিতীয় ওভারে নুয়ান থুসারার ফুললেংথের বলে ব্যাট চালান তানজিদ। ব্যাট বলের লাইন মিস করে তিনি বোল্ড হয়ে যান।
মাত্র ৬ রানেই ২ উইকেট হারিয়ে পাল্টা চাপে পড়েছে বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভার শেষে ২০ রান সংগ্রহ পেলেও কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি টাইগাররা। ঠিক মতো কোনো টাইমিংও হচ্ছে না। টিকে থাকাই যেন লক্ষ্য।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]