টি২০ বিশ্বকাপ
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, টাইগারদের দাপুটে শুরু
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০৮:১৭
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, টাইগারদের দাপুটে শুরু
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই দিয়ে শুরু বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম ম্যাচে টস ভাগ্যে জয়ী টাইগাররা। এতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।


শনিবার (৮ জুন) বিশ্বমঞ্চে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়।


আগে ব্যাট করতে নামা লঙ্কানদের বিপক্ষে তাদের শুরুটা হয়েছে মিশ্র অনুভূতির। একদিকে উইকেট নিচ্ছেন তাসকিন–মুস্তাফিজরা, আরেকপ্রান্তে পাথুম নিশাঙ্কা ঝড় তুলেছেন।


দুই উইকেট হারালেও তার কল্যাণে পাওয়ার প্লের ৬ ওভারে লঙ্কানদের ৫১ রান তুলে ফেলে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৭৪ রান।


এর আগে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লক্ষ্য লঙ্কানদের কত ছোট পুঁজিতে আটকে রাখা যায়। শুরুটাও দারুণ হয়েছিল তানজিম সাকিব প্রথম ওভারে ৫ রান দেওয়ার পর পরেরটিতে সাকিব আল হাসান দেন ৮ রান। যদিও সেই ওভারে একটি ওভার থ্রোতে চার পায় লঙ্কানরা।


তৃতীয় ওভারে আসা তাসকিনকে দুটি চারে স্বাগত জানান কুশল মেন্ডিস। এরপর তৃতীয় বলটি লেংথে ফেলেছিলেন টাইগার পেসার, যাতে তিনি (১০) দ্বিধান্বিত শট খেলে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়ে যান। পরের ওভারে সাকিব আক্রমণে ফিরেই পড়েন নিশাঙ্কার তোপের মুখে। চারটি চারের বাউন্ডারিতে আসে ওভারটিতে। পাওয়ার প্লের শেষ ওভারে প্রথমবার আক্রমণে এসে সফল মুস্তাফিজুর রহমান। প্রথম বলেই তুলে মারতে গিয়ে ক্যাচ দেন কামিন্দু মেন্ডিস (৪)। তবে ঠিকই পাওয়ার প্লেতে ৫৩ রান তুলে ফেলে লঙ্কানরা।


মাঝে রিশাদ-মুস্তাফিজরা কিছুটা নিয়ন্ত্রিত বোলিং করেছেন। তবে নিশাঙ্কা যতক্ষণ আছেন, বোলারদের স্বস্তি থাকার কথা নয়। লঙ্কান ইনিংসের অধিকাংশ রানই যে তার ব্যাটে আসছিল। নবম ওভারে ফিজের কাটার বলে তুলে মারতে গিয়ে শান্ত’র তালুবন্দী হন এই লঙ্কান ওপেনার। তার আগে ২৮ বলে ৭টি চার ও একটি ছক্কায় তিনি ৪৭ রান করেন।


ম্যাচটিতে বাংলাদেশের একাদশে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলি অনিক ও শেখ মেহেদীর। চোটের কারণে শরিফুল ইসলামের খেলা নিয়ে অনিশ্চয়তা আগেই ছিল। তার পরিবর্তে একাদশে ঢুকেছেন তানজিম হাসান সাকিব, এ ছাড়া পেস আক্রমণে আছেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। টপ অর্ডারে সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমের সঙ্গে আছেন লিটন কুমার দাসও। স্পিন বিভাগে অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে আছেন লেগস্পিনার রিশাদ হোসেন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com