
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আবারও বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ কোথায় আছেন তা এখনও আমাদের জানা নেই। তিনি ফিরে আসবেন হয়ত। আমার মনে হচ্ছে, ফিরে এসে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো মোকাবিলা করবেন।
বুধবার (৫ জুন) রাজধানীর মহাখালীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সাংবাদিকদের একের পর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনাদের মতো আমি এখনও সুনিশ্চিত নই, তিনি কোথায় আছেন। আমি শুনতে পাচ্ছি আপনাদের কাছ থেকে; তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। আমিও এতটুকু জানি, তিনি হয়ত ফিরে আসবেন। বেনজীর আহমেদের ওপর আদালতের কোনো নিষেধাজ্ঞা ছিল না। আবার আদালত থেকেও ইমেগ্রেশনে কোনো রকম নিষেধাজ্ঞার কথা জানানো হয়নি যে, তিনি বিদেশে যেতে পারবেন না।
তিনি আরও বলেন, কয়েকদিন আগেও আপনারা (সাংবাদিক) জানতে চেয়েছিলেন তার খবর। আমি সেদিনও বলেছিলাম আমার সঠিক জানা নেই তিনি কোথায় । একজন মানুষের ওপর নিষেধাজ্ঞা না থাকলে, তিনি তো দেশের বাইরে যেতে পারেন আবার ফিরেও আসতে পারেন। কারও ওপর নিষেধাজ্ঞা থাকলে, তখন আমাদের নজরে থাকে। কাজেই বেনজীর আহমেদ কোথায় গেছেন, সেদিনও আমি বলেছিলাম আমার জানা নেই। আমিও আপনাদের মতো এখনও সুনিশ্চিত নয় যে, তিনি কোথায় গিয়েছেন। তিনি হয়ত ফিরে আসবেন এবং যে সমস্ত অপবাদ তার নামে আসছে বা অভিযোগ আসছে, তিনি সেগুলো মোকাবিলা করবেন। এটাই মনে করি।
আর আগে শনিবার (১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে মাদ্রাসা শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেনজীর আহমেদ কোথায় আছেন তা জানা নেই বলে মন্তব্য করেন মন্ত্রী।
এদিকে মন্ত্রী বলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ডিএনএ টেস্ট না আসা পর্যন্ত শতভাগ নিশ্চিত হওয়া যাচ্ছে না উদ্ধার হওয়া মরদেহ কার। গ্রেফতারকৃতদের জবানবন্দি অনুযায়ী এটা জানা যায়, তাকে হত্যা করা হয়েছে। দুদেশ মিলে তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে। দুদেশ মিলেই একটা সিদ্ধান্তে আসা হবে।
আইনশৃঙ্খলা বাহিনী চাঁদা চাচ্ছে না। আসন্ন কোরবানির ঈদে আমাদের নির্দেশনা দেয়া আছে সড়ক-মহাসড়কে পশুবাহী গাড়ি কেউ থামাতে পারবে না। তবে কোন হাটে যাবে এ ব্যাপারে গাড়িতে লেখা থাকতে হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]