মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা অভিযোগ জানাতে পারবেন মন্ত্রণালয়ে
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ১৮:০৮
মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা অভিযোগ জানাতে পারবেন মন্ত্রণালয়ে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রয়োজনীয় নথিপত্র পেয়েও গত ৩১ মে নির্ধারিত সময়ের মধ্যে মাল‌য়ে‌শিয়ায় যে‌তে না পারা কর্মীরা আগামী ৮ জুন পর্যন্ত তা‌দের যে‌তে না পারার কারণ জা‌নি‌য়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তদন্ত কমিটির কাছে অভিযোগ দিতে পারবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগানুমতি ও বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) স্মার্ট কার্ড পাওয়ার পরও না যে‌তে পারা কর্মীরা এ সু‌যোগ পা‌বেন।


মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে (৩১ মে) বিএমইটি (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) থেকে ছাড়পত্র পেয়েও কমবেশি ১৬ হাজার ৯৭০ জন বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়া পাঠাতে পারেননি রিক্রুটিং এজেন্সিগুলো।


৪ জুন, মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তি প্রকাশ ক‌রে এ তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগানুমতি ও বিএমইটি'র স্মার্ট কার্ড পাওয়ার পরও রিক্রুটিং এজেন্সি কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে (৩১ মে) মালয়েশিয়াতে কর্মী পাঠাতে ব্যর্থ হওয়ার কারণ চিহ্নিতকরণের লক্ষ্যে এ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


মালয়েশিয়া গমনেচ্ছু যেসব কর্মী দেশটিতে যেতে পারেনি, তারা আগামী ৮ জুনের মধ্যে প্রয়োজনীয় তথ্যাদিসহ (নাম, পূর্ণাঙ্গ ঠিকানা, মোবাইল নম্বর, রিক্রুটিং এজেন্সির নাম, পাসপোর্ট নম্বর, বিএমইটি'র স্মার্ট কার্ডের কপি এবং অভিযোগের স্বপক্ষে প্রমাণকসহ) নিম্নবর্ণিত ই-মেইলে অভিযোগ দাখিল করতে পারবেন।


এমন অবস্থায়, উল্লিখিত ই-মেইলের ([email protected]) মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগ দাখিলের জন্য অনুরোধ করা হলো।


মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী ভিসা পাওয়া বাংলাদেশি কর্মীদের দেশটিতে প্রবেশের শেষ দিন ছিলো গত ৩১ মে শুক্রবার। শেষ সময়ে বহু চেষ্টার পরও বিএমইটির ছাড়পত্র পাওয়া প্রায় ১৭ হাজার বাংলাদেশি দেশটিতে যাওয়ার সুযোগ পাননি।


বিপুল সংখ্যক কর্মী যেতে না পারার কারণ খুঁজে বের করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রবিবার ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে। এ কমিটির প্রধান করা হয়েছে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কর্মসংস্থান অনুবিভাগ) নূর মো. মাহাবুবুল হককে।


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, এমপি গত রবিবার এক সংবাদ সম্মেলনে বলেন, গত ৩১ মে পর্যন্ত বিএমইটি থেকে ৪ লাখ ৯৩ হাজার ৬৪২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৪ লাখ ৭৬ হাজার ৬৭২ জন মালয়েশিয়া গিয়েছেন। সেই হিসাবে ১৬ হাজার ৯৭০ জনের কম-বেশি যেতে পারেননি।


তিনি আরো বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন হলেও কী কারণে সবাইকে মালয়েশিয়া পাঠানো গেল না তার কারণ অনুসন্ধানে আমরা ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। এই কমিটিতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কর্মসংস্থান অনুবিভাগ) নূর মো. মাহাবুবুল হক আহ্বায়ক এবং উপসচিব (কর্মসংস্থান ৪ শাখা) মো. শহিদুল ইসলাম চৌধুরী সদস্য-সচিবসহ মোট ৬ জন সদস্য রয়েছে। কমিটিকে আগামি ৭ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। যারা এ সমস্যার জন্য দায়ী হবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। মালয়েশিয়ার শ্রমমাজার শিগগিরই খোলার বিষয়ে আমরা আশা প্রকাশ করছি। সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com