সৌদী সরকারের অর্থায়নে ঢাকায় হবে ৯ আইকনিক মসজিদ: ধর্মমন্ত্রী
প্রকাশ : ০২ জুন ২০২৪, ১৫:০৪
সৌদী সরকারের অর্থায়নে ঢাকায় হবে ৯ আইকনিক মসজিদ: ধর্মমন্ত্রী
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ধর্মমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, সৌদী আরব সরকারের অর্থায়নে ঢাকা শহরে ৯টি আইকনিক মসজিদ তৈরি করা হবে। এছাড়াও সৌদী সরকার বাংলাদেশের উন্নয়নে অনেক অবদান রাখছেন। সৌদি সরকার ভবিষ্যতেও এর ধারাবাহিকতা রাখবে বলে আশা ব্যক্ত করেছেন ধর্মমন্ত্রী।


২ জুন, রবিবার সকালে জামালপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামে ধর্মীয় ও নৈতিকতা উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম প্রকল্পের অবদান, সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে উলামা মাশায়েখগণের করণীয় শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।


এসময় মন্ত্রী আরও বলেছেন, বাংলাদেশে জঙ্গিবাদ এখন আর নেই, মানুষ শান্তিতে বসবাস করছে।


জামালপুর জেলা প্রশাসক শফিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে সৌদি আরবের রাষ্ট্রদূত এইচ. ই. মিস্টার. এসা ইউসুফ এসা আল দোহাইলান।


সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ, সংসদ সদস্য নূর মোহাম্মদ, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ বাকী বিল্লাহ্, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু.আব্দুল হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুক আলম ও জামালপুর জেলা পুলিশ সুপার কামরুজ্জামান, জামালপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জামাল আব্দুন নাসের বাবুল, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামসহ অনেকেই উপস্থিত ছিলেন।


বিবার্তা/ওসমান/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com