পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে চীন যাচ্ছেন পররাষ্ট্রসচিব
প্রকাশ : ০২ জুন ২০২৪, ১৫:০২
পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে চীন যাচ্ছেন পররাষ্ট্রসচিব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চীনের রাজধানী বেইজিংয়ে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর চূড়ান্ত করতে যাচ্ছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।


২ জুন, রবিবার চীনে যাচ্ছেন পররাষ্ট্রসচিব। আগামীকাল সোমবার (৩ জুন) পররাষ্ট্রসচিব পর্যায়ের এই বৈঠক হবে।


পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এ সফরে চার সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।


বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়াও চীনের প্রতিশ্রুত অর্থছাড় ও বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার মতো ইস্যু গুরুত্ব পাবে। এছাড়া অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা, পরিচ্ছন্ন জ্বালানি এবং বন্যা মৌসুমে ব্রহ্মপুত্র নদের জলীয় তথ্য সরবরাহ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।


প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী জুলাই মাসে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষ থেকে সেদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। প্রধানমন্ত্রী চীন সফরের আমন্ত্রণ গ্রহণও করেছেন।


পররাষ্ট্রসচিবের সফরে প্রধানমন্ত্রীর বেইজিং সফরের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com