রেমালকে আমরা দক্ষতার সাথে মোকাবেলা করেছি: ত্রাণ প্রতিমন্ত্রী
প্রকাশ : ২৯ মে ২০২৪, ১৭:২০
রেমালকে আমরা দক্ষতার সাথে মোকাবেলা করেছি: ত্রাণ প্রতিমন্ত্রী
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রীর নির্দেশে ঘূর্ণিঝড় রেমালকে অত্যন্ত দক্ষতা ও পরিকল্পনার সাথে মোকাবেলা করতে সক্ষম হয়েছি বলে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে কম ক্ষয়ক্ষতির মাধ্যমে এই দুর্যোগকে আমরা মোকাবিলা ফেইজ করেছি।


২৯ মে, বুধবার দুপুরে জেলার চরফ্যাশন উপজেলায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন প্রতিমন্ত্রী।


উপজেলা প্রশাসনের আয়োজনে চরফ্যাশন সরকারি টি. ব্যরেট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) আরিফুজ্জামান।


প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সাথে ভারতেও একটি ঝড় হয়েছে, সেখানেও বাংলাদেশের চাইতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু আমরা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে সর্বনিম্ন ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে এই দুর্যোগকে মোকাবেলা করেছি।


প্রতিমন্ত্রী আরো বলেন, ঘূর্ণিঝড় রেমালে আমাদের ভেড়িবাঁধগুলো বিশেষ বিশেষ জায়গায় নষ্ট হয়েছে। এটি প্রধানমন্ত্রী অবগত আছেন। মানুষের হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়েছে। এখানে বিশুদ্ধ পানির সমস্যা। অনেক স্থানে লবণাক্ত পানি ওঠে মানুষ কষ্ট পাচ্ছে। আপনাদের সকল দুঃখ-দুর্দশার কথা প্রধানমন্ত্রী জানেন।


মহিববুর রহমান বলেন, আপনারা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখেন। তিনি মানুষকে ভালবাসেন এবং মানুষের জন্য কাজ করেন। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনা জীবনকে বাজি রেখে কাজ করে যাচ্ছেন।


এসময় ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জাসান উপস্থিত ছিলেন।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com