
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২ কেজি স্বর্ণসহ রোকেয়া খাতুন নামে সৌদি এয়ারলাইন্সের এক কেবিন ক্রুকে আটক করেছে এনএসআই ও কাস্টমস কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ১০ টার দিকে সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে (SV804) আসা এয়ারলাইন্সের কেবিন ক্রুর দেহ তল্লাশি করে ১১টি স্বর্ণের বার, ৬টি স্বর্ণের চুড়ি ও ১টি চেইনসহ প্রায় ১,৯৭৯ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে উদ্ধার অভিযানে বিভিন্ন সংস্থার দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীসহ কাস্টমস এবং বিমানবন্দর এপিবিএন এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উদ্ধারকৃত স্বর্ণসহ আটককৃত ক্রু বর্তমানে কাস্টমস হেফাজতে রয়েছে। বিমানবন্দরে চোরাচালান ঠেকাতে অন্যান্য সংস্থার পাশাপাশি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) তাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]