কারিগরি শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ মঙ্গলবার, হতে পারে গ্রেফতার
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ১৫:২৪
কারিগরি শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ মঙ্গলবার, হতে পারে গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কারিগরি শিক্ষাবোর্ডের সনদ জালিয়াতির সঙ্গে জড়িত সন্দেহে বোর্ডটির সদ্য সাবেক চেয়ারম্যান মো. আলী আকবর খানকে জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জালিয়াতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিললে তাকেও গ্রেফতার করা হবে বলে জানান ডিবি প্রধান মো. হারুন অর রশিদ।


সোমবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।


ডিবি প্রধান বলেন, আগামীকাল মঙ্গলবার কারিগরি বোর্ডের সদ্য সাবেক চেয়ারম্যানকে জিজ্ঞাসবাদের জন্য ডাকা হবে। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে গ্রেফতারও করা হতে পারে।


এছাড়া সনদ জালিয়াতির সঙ্গে জড়িত অন্যান্য আরও যাদের নাম এসেছে তাদেরও একে একে ডাকা হবে জিজ্ঞাসাবাদের জন্য।


গত ১ এপ্রিল কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির অভিযোগে গ্রেফতার হন কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান। তাকে জিজ্ঞাসাবাদে একে একে উঠে আসে জালিয়াতির সঙ্গে জড়িত বোর্ড সংশ্লিষ্ট অনেক ছোট-বড় কর্মকর্তা ও দেশের কয়েকটি কারিগরি স্কুল ও কলেজের প্রধান আর অধ্যক্ষদের নাম। সবশেষ গত শনিবার শামসুজ্জামানকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় বোর্ড চেয়ারম্যানের স্ত্রী শেহেলা পারভীনকে। পরদিন রোববার (২১ এপ্রিল) চেয়ারম্যানকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com