
১৭ কোটি ২২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এমজিএইচ গ্রুপের নির্বাহী কর্মকর্তা আনিস আহমেদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৫ মার্চ) দুদকের প্রধান কার্যালয় থেকে তা অনুমোদন করা হয় বলে জানান সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন।
তদন্ত কর্মকর্তা ও দুদক উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম শিগগির আদালতে তা দাখিল করবেন বলে জানা গেছে। আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় চার্জশিট দাখিলের সদয় অনুমোদন দেয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামির বিরুদ্ধে ব্যক্তি স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অসাধু উপায়ে অর্জিত ১৩৬ কোটি ২ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও নিজ ভোগ দখলে রাখার অভিযোগে ২০২২ সালের ২৮ ডিসেম্বর মামলা করে দুদক।
এজাহারে বলা হয়, তদন্তকালে এমজিএইচ গ্রুপের অধীন বিভিন্ন কোম্পানিগুলো থেকে আয়, সি ফ্রেইট বিজনেস ও আউটসোর্সিং সফটওয়্যার সাবস্ক্রিপশন ফি থেকে মোট ১১৮ কোটি ৮০ লাখ ৬ হাজার ৬২১ টাকার গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায়। অবশিষ্ট ১৭ কোটি ২২ লাখ ৭০ হাজার ৭৭৯ টাকা আসামি অসৎ উদ্দেশ্যে অর্জন করেছেন।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]