
মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি সুপারবোর্ড কারখানায় লাগা আগুন ছয় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
২৪ মার্চ, রবিবার রবিবার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার হোসেন্দী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সন্ধ্যা ৭ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
বিকেল পৌনে ৪টার দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে দায়িত্বরত ফায়ার ফাইটার আব্দুর রহিম বলেন, গজারিয়ার অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।
আগুন লাগা কারখানাটি টি কে গ্রুপের সুপার বোর্ড কারখানা বলে জানা গেছে। সেখানে পাটখড়ি, ফিনিস বোর্ড, প্লাইউড, প্লাস্টিকের দরজা ইত্যাদি রয়েছে। ফলে আগুন নেভাতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস।
আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে ফায়ার সার্ভিস এখনো কিছু জানাতে পারেনি।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]