
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের ড্রাইভার ও ৪ জন নারীসহ ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।
বুধবার (২০মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা- বরিশাল মহাসড়কের উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দি নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনা নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম ।
এসময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় । দেড়ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল, পরে যানচলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের উপজেলার রাঘদী ইউনিয়নের ডোমরাকান্দি নামক স্থানে ঢাকাগামী গ্লোবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও টেকেরহাটগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় মাইক্রোবাসের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ড্রাইভার ও ৪ জন নারী ঘটনাস্থলেই নিহত ও ৩জন আহত হয়েছে।
ঢাকা পল্লবী এলাকার সালমা জামান (৩৫) নামে এক নিহতের পরিচয় পাওয়া গেছে। অন্য নিহতের বয়স ৫০ থেকে ৫৫ বছরের মধ্যে । খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে ।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম বলেন, দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন।
বিবার্তা/সঞ্জয়/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]