
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দেশব্যাপী অভিযান অব্যাহত রেখেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরসহ বিভিন্ন সংস্থা। তারই অংশ হিসেবে অভিযান চালিয়ে ১৪১ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার।
শনিবার (১৬ মার্চ) রাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬ মার্চ কৃষি বিপণন অধিদফতরের বেঁধে দেওয়া মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ৫৫ টিম সারাদেশব্যাপী বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে।
এ সময় ১৪১টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ৫২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]