
সোমালিয়ায় বাংলাদেশি জাহাজ অপহরণের ঘটনায় জাহাজে থাকা ২৩ বাংলাদেশির মধ্যে একজন ফেনীর বাসিন্দা ইব্রাহীম খলিল উল্লাহ বিপ্লব। তিনি ঐ জাহাজে ইলেক্ট্রিশিয়ান পদে কর্মরত আছেন। তাকে ফিরে পেতে সরকারের হস্তক্ষেপ চান তার স্ত্রী ও দুই সন্তান।
বিপ্লব ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞার ইউনিয়নের মোমারিজপুর গ্রামের আবুল হোসাইনের ছেলে।
বিপ্লবের পিতা জানান, জিম্মি করে নেয়ার সময় বিপ্লব ফোন দিয়েছিল। সে বলছে 'আর দেখা নাও হতে পারে, আমাকে ক্ষমা করে দিও বাবা।' বিপ্লবের দুই সন্তানের জন্য হলেও আল্লাহ যেন তাকে জীবিত উদ্ধারের ব্যবস্থা করেন এমন আকুতি পরিবারের।
উল্লেখ্য, আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে গতকাল মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে জলদস্যুদের কবলে পড়ে ‘এমভি আবদুল্লাহ’ নামে বাংলাদেশি পতাকাবাহী একটি জাহাজ। সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি আছেন জাহাজটির ২৩ জন নাবিক।
বিবার্তা/মনির/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]