
ঝুঁকিপূর্ণ ও অননুমোদিত ভবনগুলোতে উচ্ছেদ অভিযানে সমন্বয়হীনতার অভিযোগ তুলে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু বলেন, এক ম্যাজিস্ট্রেট গিয়ে দোকান ভাঙছে। আরেকজন গিয়ে বলছেন স্টপ করেন। ভবিষ্যতে যাতে এটা না হয় তার জন্য দায়িত্বশীলদের সমন্বিতভাবে ধীরস্থিরভাবে অতিঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে ব্যবস্থা নিতে হবে। না হলে সময়ন্বহীনতার অভাবে আবারও সমস্যা হবে।
৫ মার্চ, মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সংরক্ষিত আসনের এমপি তারানা হালিমও সমন্বয়ের ওপর জোর দেন।
বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনার প্রসঙ্গ টেনে জাতীয় পার্টির মহাসচিব বলেন, বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনার পর সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেয়া হয়েছে জানি না কিন্তু দেখলাম বিভিন্ন দপ্তর এত তড়িৎগতিতে...।
রাজউক একদিকে যায়, গিয়ে একটি হোটেল বন্ধ করে। আবার দক্ষিণের সিটি করপোরেশন তারা যাচ্ছে এক জায়গায়। ফায়ার ব্রিগেড যাচ্ছে। একটা প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে। কে গিয়ে কোনটা ভাঙবে। কোনটা আটকাবে। কোনটা ধরবে। মনে হচ্ছে একটা সমন্বয়হনতার মধ্যে চলছে। আমাদের প্রশ্ন হলো রাজউক থেকে এগুলো আগে থেকেই চিহ্নিত করা হয়েছে, কোন কোন ভবন ঝুঁকিপূর্ণ। কোন কোন গুলোতে আগুন লাগার আশঙ্কা রয়েছে। কে কোন সময়ে একটা দুর্ঘটনা ঘটাতে পারে। সংশ্লিষ্ট বিভাগ যদি সমন্বয় করে কমিটি করে তাহলে ভালো হয়। তিন/চারটা বিভাগ এখন তড়িৎ অ্যাকশন নিচ্ছে। তারপর কয়েকদিন পরে দেখা যাবে আর কেউ নেই। একদম নীরব নিস্তব্ধ হয়ে যাবে।
ঢাকা শহরে ১০ হাজার ১০৬টি প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ৮টি মার্কেট অতিঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করে তিনি বলেন, এসব ভবনের মালিক ও নির্মাতাদের সাথে কথা বলে নিরাপত্তার ব্যবস্থা না করা হলে যে কোনো সময়ে আরেকটি দুর্ঘটনা ঘটতে পারে। গাউছিয়া মার্কেটে আমি গিয়েছি। ঈদের সময় হাঁটা যায় না। অটোমেটিক চলে যেতে হয়। সেখানে একটি ঘটনা ঘটলে মারত্মক অবস্থা হয়ে যাবে।
সময়ন্বহীনতার অভাবে আবারও সমস্যা হবে এমন আশঙ্কা প্রকাশ করে চুন্নু বলেন, রাজউক, সিটি করপোরেশন ফায়ার ব্রিগেড হোক। এক ম্যাজিস্ট্রেট গিয়ে দোকান ভাঙছে। আরেকজন গিয়ে বলছেন স্টপ করেন। যারা দায়িত্বশীল তারা সমন্বিতভাবে ধীরে স্থিরভাবে অতিঝুকিপূর্ণ ভবনের বিষয়ে একটি ব্যবস্থা নেন। যাতে এটা ভবিষ্যতে না হয়।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]