
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ করোনা আক্রান্ত হয়েছেন।
২৬ ফেব্রুয়ারি, সোমবার রাত ১১টা ৫০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।
রাতে ডিবির কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্ট্যাটাসে মোহাম্মদ হারুন অর রশীদ লেখেন, হঠাৎ করে করোনা আক্রান্ত হলাম। সুস্থতার জন্য দোয়া চাই।
ডিবি সূত্র জানায়, তিনি আজকেও ব্যাডমিন্টন খেলেছেন। আগামীকাল পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে তিনি প্রধানমন্ত্রীসহ অন্যান্য ভিআইপিদের প্যান্ডেলে ওনার গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকায় করোনা টেস্ট করা বাধ্যতামূলক। সে কারণে সোমবার রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করোনা টেস্ট করালে পজিটিভ রেজাল্ট আসে। এরপর থেকে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
ডিবি জানায়, করোনা পজিটিভ আসার পরে বর্তমানে বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]