
অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেছেন, সত্য সংবাদ প্রচার করলে সাইবার নিরাপত্তা আইন কোনো বাধা না। সত্য সংবাদ প্রকাশ করার পর কেউ মামলা করে সেটি টিকবে না। আদালত তো আছে।
অ্যাটর্নি জেনারেল বলেন, আমার জানামতে এখন পর্যন্ত কোনো সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে কোনো মামলা করা হয়নি।
২৬ ফেব্রুয়ারি, সোমবার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।
রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিউজ করার আগে অবশ্যই সত্যতা যাচাই করা উচিত।
একটি ঘটনার বর্ণনা দিয়ে আমিন উদ্দিন বলেন, একটি বেসরকারি টেলিভিশন আমাদের এক সাবেক মন্ত্রীর বিরুদ্ধে নিউজ করেছিল। সেই নিউজটি ছিল শতভাগ মিথ্যা। পরে আমরা ওই টেলিভিশনের সঙ্গে যোগাযোগ করি। তাদেরকে নিউজের সত্যতা নিয়ে প্রশ্ন তুলি। দুই ঘণ্টা পর নিউজটি রিমুভ করা হয়। কিন্তু দুই ঘণ্টায় তো নিউজ প্রচার হয়েছে। তার মান সম্মানের ক্ষতি হয়েছে। চাইলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি মামলা করতে পারতেন। কিন্তু করেননি। এই মামলা করা হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রতিকার পেতেন। কিন্তু করেননি। এজন্য আমি বলব আপনারা সঠিক নিউজটি প্রচার করুন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]