প্রতি ইউনিট গ্যাস আমদানিতে খরচ হচ্ছে ৯ ডলার: প্রতিমন্ত্রী
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৪
প্রতি ইউনিট গ্যাস আমদানিতে খরচ হচ্ছে ৯ ডলার: প্রতিমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বর্তমানে খোলাবাজারে প্রতি ইউনিট গ্যাস আমদানিতে খরচ হচ্ছে ৯ ডলারের কিছু বেশি যা আমাদের জন্য সাশ্রয়ী।


৭ ফেব্রুয়ারি, বুধবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠক শেষে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এ কথা জানান। এই প্রক্রিয়ায় এলএনজি আসতে দুইমাসের মতো সময় লাগবে।


বৈঠক শেষে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাংবাদিকদের জানান, দেশে এখন যে গ্যাসের সমস্যা চলছে স্পট মার্কেট থেকে এলএনজি কেনা হলে এই সমস্যার সমাধান হবে। পাশাপাশি, স্পট মার্কেট থেকে এলএনজি কেনা হলে সরকারের জন্য দামের ব্যাপারে সুবিধা হয়, যা দীর্ঘমেয়াদী চুক্তি হলে সম্ভব হয় না।


এদিকে, ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের সভাপতি আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সরকার এবার স্পট মার্কেট থেকে যে এলএনজি কিনছেন সেগুলোর প্রতি ইউনিটের দাম আগেরবারের চেয়ে কমে কেনা হচ্ছে। গতবার প্রতি ইউনিট এলএনজি কেনা হয়েছিল ৯ দশমিক ৯৩ ডলার করে।


এবার প্রতি ইউনিট এলএনজি কেনা হচ্ছে ৯ দশমিক ৭৭০ ডলার করে। এভাবে এলএনজি কেনার ফলে আসছে গরমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাবে বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com