
ভাষার মাসের শুরুর দিনেই দ্বার খুলেছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বই মেলার। আজ দ্বিতীয় দিনে উদ্বোধন হলো শিশু প্রহর। এ
শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১১টায় বারের বইমেলায় শিশু প্রহর
উদ্বোধন করা হয়।
বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা শিশু চত্বরে শিশু প্রহর উদ্বোধন করেন। শিশু প্রহরের অনুষ্ঠানের আয়োজন করেছে সিসিমপুর।
বাংলা একাডেমির মহাপরিচালক কবি নরুল হুদা বলেন, প্রতিটি শিশুকে জন্মের পর থেকে শব্দের সঙ্গে পরিচিত করতে হবে। তাহলে শিশুরা ধীরে ধীরে পড়তে শিখবে। সিসিমপুর কোনো একটি ভাষার শব্দ নয়, সব ভাষার শব্দ, সিসিমপুর সারাবিশ্বের শব্দের সঙ্গে শিশুদের পরিচয় করাচ্ছে।
তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, আমরা বঙ্গবন্ধুর বাংলাদেশকে বই পড়ার দেশে পরিণত করতে চাই। পড়বো বই গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে ধারণ করে বই পড়তে হবে।
এবারের বইমেলায় রমনা কালী মন্দির গেটে প্রবেশের ঠিক ডান দিকে বড় পরিসরে রাখা হয়েছে শিশু চত্বর।
মাসব্যাপী এ মেলায় সপ্তাহের দুদিন শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থাকবে শিশুদের জন্য, এই সময়টাকে ঘোষণা করা হয় শিশু প্রহর হিসেবে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]