
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী পদে ফের চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর পদমর্যাদা হবে উপ-সচিব।
রবিবার (২৮ জানুয়ারি) যুগ্মসচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যারিস্টার বিপ্লব বডুয়াকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে উপসচিব পদমর্যাদায় (গ্রেড-৫ এর সর্বোচ্চ ধাপ) যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সদয় সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
উল্লেখ্য, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আওয়ামী লীগের দফতর হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৯ সালেও তাকে উপসচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী করা হয়েছিল।
বিপ্লব বড়ুয়া ছাড়া রবিবার আরও চারজন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। তারা হলেন- ফেরদৌস আহমেদ খান, ড. শহীদ হোসাইন, কৃষিবিদ মশিউর রহমান (হুমায়ুন) ও নীলুফার আহমেদ।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]