শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার সোনাসহ যাত্রী আটক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ১৯:৪৬
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার সোনাসহ যাত্রী আটক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে তিন কোটি টাকার সোনাসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। মাসকাট থেকে আসা ওমান এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে তিন কেজি ৮১০ গ্রাম ওজনের স্বর্ণের বার ও অলংকার জব্দ করে শুল্ক গোয়েন্দার একটি দল।


২৪ জানুয়ারি, বুধবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।


শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উড়োজাহাজটির ৩২-এ সিটের যাত্রী হাফিজ হাসানের পাসপোর্ট তল্লাশি করা হয়। তার সামনের সিটের ব্যাক পকেটে সাদা স্কচ টেপে মোড়ানো অবস্থায় স্বর্ণবার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণ (যাত্রীসহ) গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়। গণনা করে ৩২টি স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন ৩ কেজি ৭১২ গ্রাম।


পরবর্তীতে যাত্রীর দেহ তল্লাশি করে আরও ৯৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৩ কেজি ৮১০গ্রাম।


জানা যায়, আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য তিন কোটি ২৯ লাখ টাকা। এ ঘটনায় অভিযুক্ত যাত্রীকে আটক করা হয়েছে এবং বিমানবন্দর থানায় যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলার কার্যক্রম চলমান রয়েছে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com