ঢাকা সফরে আসছেন চীনের কমিউনিস্ট পার্টির ভাইস মিনিস্টার
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ১৬:৩৮
ঢাকা সফরে আসছেন চীনের কমিউনিস্ট পার্টির ভাইস মিনিস্টার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক দফতরের ভাইস মিনিস্টার সুন হাইয়া চার দিনের সফরে আজ মঙ্গলবার বাংলাদেশে আসছেন। বর্তমান সরকার চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর চীনের পক্ষ থেকে এটিই প্রথম উচ্চপর্যায়ের কোনো সফর। চীনের কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ ওই নেতা ঢাকা সফরের সময় কাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।


২৩ জানুয়ারি, মঙ্গল্বার সকালে কূটনৈতিক একাধিক সূত্র জানিয়েছে, মালদ্বীপে তিন দিনের সফর শেষে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ভাইস মিনিস্টার বিশেষ ফ্লাইটে বাংলাদেশে আসবেন।


গত ১১ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার টানা চতুর্থবারের মতো ক্ষমতা নেওয়ার পর বিদেশি কোনো প্রতিনিধির এটাই প্রথম বাংলাদেশ সফর। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়ে অভিনন্দন জানান।


এবার চীনের প্রেসিডেন্ট এবং সিপিসির সাধারণ সম্পাদক সি চিন পিং তার প্রতিনিধিকে ঢাকায় পাঠিয়ে বাংলাদেশের সরকার এবং ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা দিচ্ছেন।


বাংলাদেশ সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সিপিসির ভাইস মিনিস্টার সুন হাইয়া।


চীনের কমিউনিস্ট পার্টির ওই নেতা প্রথম বাংলাদেশ সফরের সময় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন।


প্রসঙ্গত চীনা রাজনীতিবিদ সুন হাইয়া সিপিসির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে সিঙ্গাপুরে তাঁর দেশের রাষ্ট্রদূত ছিলেন।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com