
সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। সেই সাথে ঘনা কুয়াশা আর বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরগামী কোনো ফ্লাইট ডায়ভার্ট হয়নি। তবে শিডিউল বিপর্যয় হয়েছে ৮টি ফ্লাইটের।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) আন্তর্জাতিক ফ্লাইটরাডার পোর্টালের তথ্য অনুযায়ী, ঘন কুয়াশাসহ বিভিন্ন কারণে কয়েকটি দেশ থেকে ছেড়ে আসা শাহজালাল বিমানবন্দরগামী ৮টি আন্তর্জাতিক ফ্লাইট দেরিতে অবতরণ করেছে।
এদিন ভোর ৪টার পর থেকে বিভিন্ন এয়ারলাইনসের কুয়ালালামপুর, গুয়াংজু, দুবাই, শারজাহ, দোহা, সিঙ্গাপুর থেকে আসা এসব ফ্লাইট ১ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত দেরিতে অবতরণ করেছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]