
রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, রেলপথকে একটি লাভজনক মন্ত্রণালয়ের পরিণত করার জন্য রাজবাড়ীর যে সকল প্রতিষ্ঠান বিএনপি বন্ধ করে দিয়েছিলো প্রথমে সেগুলো চালু করবো। এসময় তিনি সারাদেশে রেলকে দুর্নীতি মুক্ত ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবার রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন রেলপথমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো: জিল্লুল হাকিম। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে রেলপথমন্ত্রী দিয়ে সম্মানিত করেছেন, এ সম্মান সাড়া রাজবাড়ীবাসীর। কারণ রাজবাড়ী রেলের শহর আর সেই রেলপথমন্ত্রী আমাকে করেছে। আমি চেষ্টা করবো রাজবাড়ী যাতে রেলের ডিভিশন শহর হয়।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণের জন্য রেলপথকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করার লক্ষ্যে রাজবাড়ীতে বিএনপির সময় বন্ধ করে দেওয়া লোকশেড কে আবার সচল করা হবে। এখানে রেলের বগি সংযোজন ও মেরামতের কাজ করা হবে। এই লোকশেড কে কেন্দ্র করেই আবার রেলের শহর রাজবাড়ী পূর্ণ জীবিত হবে।
তিনি বলেন, আজকে রেল সম্প্রসারিত হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রীর উদ্দেশ্য হলো প্রত্যেকটি জেলাতেই রেলপথ চালু করা। যে কারণে সারাদেশেই রেলের নতুন নেটওয়ার্ক চালু করা হচ্ছে।
আরও বলেন, রেলপথ চালু করলে ব্যবসা বাণিজ্যের মালপত্র আনা নেয়া এবং এক স্থান থেকে অন্য স্থানে বিভিন্ন কৃষি পণ্য পরিবহনের ক্ষেত্রে যথেষ্ট সুযোগ সুবিধা হবে। এজন্য আমাদের যে সকল রুটে ট্রেনগুলো বন্ধ হয়ে গেছে, সেই ট্রেনগুলো যাতে চালু হয় সে ব্যাপারে আমি সর্বাত্মক চেষ্টা করবো।
এর আগে বৃহস্পতিবার দুপুর সোয়া ১ টায় ফেরিতে ঢাকা থেকে রাজবাড়ীর দৌলতদিয়ার ৪ নম্বর ফেরিঘাটে এলে সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
বিবার্তা/ মিঠুন/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]