
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর প্রথম দ্বিপক্ষীয় সফরে আগামী ৭ ফেব্রুয়ারি নয়া দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এর আগে তাকে আমন্ত্রণ জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী নিজেই এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী জানান, আমি ভারত সফরে যাচ্ছি আগামী ৭ ফেব্রুয়ারি। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সেখানে যাব। সম্ভবত সফরটা ৩ দিনের জন্য। এখনো চূড়ান্ত হয়নি। তবে ৭ ফেব্রুয়ারি যাচ্ছি।
মন্ত্রী আরও বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকৃত পক্ষে গবেষণা না করে প্রতিবেদন প্রকাশ করে। টিআইবি কারও পক্ষে কাজ করবে না এমনটা আশা করছি।
তিনি বলেন, নির্বাচন কমিশন এবার যেমন বলিষ্ঠভাবে দায়িত্ব পালন করেছে, অতিতের কোন কমিশন করেনি। নির্বাচনে আসা দেশি-বিদেশি পর্যবেক্ষকরা বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। যখন রিপোর্ট হয় উদ্দেশ্য প্রণোদিত, তখন তা রাষ্ট্রের কোন কাজে আসেনা।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]