
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০ জনে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ২৩ জন।
১৭ জানুয়ারি, বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এ পর্যন্ত ১৬৫ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে ৭১ জন রাজধানী ঢাকার বাসিন্দা। এছাড়া মোট আক্রান্তের মধ্যে ৫৮১ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। এদের মধ্যে ২০০ জন ঢাকার।
প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মারা গেছেন ১ হাজার ৭০৫ জন। ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৬৮ জন।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]