এখনই বাড়ানো হচ্ছে না জিপির রিচার্জের সর্বনিম্ন সীমা
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০১:৪৭
এখনই বাড়ানো হচ্ছে না জিপির রিচার্জের সর্বনিম্ন সীমা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ সীমা ৩০ টাকা করার ঘোষণা দিয়েছিলো গ্রামীণফোন। তবে এখনই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করছে না অপারেটরটি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে গ্রামীণফোন।


এ বিষয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আমরা এটা এখন বাস্তবায়ন করছি না এ বিষয়ে বিটিআরসি’র সঙ্গে আলোচনা হবে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।’


এর আগে এসএমএস এবং মাই জিপি অ্যাপের মাধ্যমে এ বিষয়ে গ্রাহকদের অবহিত করে অপারেটরটি। স্মার্টফোনে ইনস্টল করা অ্যাপে অপারেটরটি জানিয়েছিল ‘আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা হয়ে যাবে।’


এসএমএসে বলা হয়েছিল, ‘প্রিয় গ্রাহক, আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা করা হবে। তবে, ৩০ টাকার নিচের রিচার্জ অফার এবং স্ক্র্যাচকার্ড আগের মত ব্যবহার করা যাবে।


হঠাৎ করে রিচার্জ লিমিট বাড়িয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় গ্রাহকদের। এ নিয়ে বিবৃতি দিয়েছিল বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। তবে এখনই ঘোষণাটি বাস্তবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে গ্রামীণফোন।


উল্লেখ্য এর আগে গত বছরের ২২ জুলাই ১০টা থেকে বাড়িয়ে ২০ টাকা করা হয়।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com