
সারা দেশের বিভিন্ন স্থানের প্রিসাইডিং অফিসারদের কাছ থেকে পাওয়া বেসরকারি ফলাফল ঘোষণা করছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব জাহাংগীর আলম ফল জানাচ্ছেন সাংবাদিকদের।
৭ জানুয়ারি, রবিবার রাত সাড়ে ৭টার দিকে ইসি সচিব জানান, রাজবাড়ী-১ (সংসদীয় আসন ২০৯) আসনে এগিয়ে আছেন নৌকার প্রার্থী কাজী কেরামত আলী। তিনি পেয়েছেন ২২ হাজার ৯১৭ ভোট। নিকটতম প্রার্থী ইমদাদুল হক বিশ্বাস ট্রাক প্রতীকে পেয়ে ১২ হাজার ২৭৪ ভোট।
রাজবাড়ী-২ আসনে (সংসদীয় আসন ২১০) ভোটের ১৯৪ কেন্দ্রের মধ্যে ৩০টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। সেখানে নৌকার প্রার্থী জিল্লুল হাকিম পেয়েছেন ৩ হাজার ১৩৬ ভোট। আর নিকটতম প্রার্থী লাঙ্গলের শফিউল আযম খান পেয়েছেন ৪০০ ভোট।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]