
আন্তর্জাতিক মান বজায় রেখেই বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান আন্দ্রেই শুতভ।
নির্বাচন পর্যবেক্ষণ শেষে রবিবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে তথ্য অধিদফতরের মিডিয়া সেলে নিজের প্রতিক্রিয়ায় এ কথা জানান আন্দ্রেই শুতভ।
তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিনে আমি এখানে উপস্থিত হয়েছি। আমরা এখানে নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছি। বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণের পর আমার অনুভূতির কথা জানাতে চাচ্ছি। খুবই উন্নত মান বজায় রেখে নির্বাচনে সবকিছুর আয়োজন করা হয়েছে। নির্বাচনের তথ্যের অবাধ প্রবাহ ও স্বচ্ছতার বিষয়ে আমার আগ্রহ ছিল।
বাংলাদেশে নির্বাচনের দীর্ঘ ইতিহাস রয়েছে উল্লেখ করে রাশিয়ার নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান বলেন, নির্বাচনের দীর্ঘ ইতিহাসের কারণে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া স্থিতিশীলভাবে অগ্রসর হচ্ছে। বাংলাদেশের একটি শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তি রয়েছে, যা খুবই গুরুত্বপূর্ণ।
এর আগে তিনি মন্তব্য করেছিলেন যে বেশ কয়েকটি দেশ বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চায় না, তিনি তার মাধ্যমে কি বোঝাতে চেয়েছিলেন, এমন প্রশ্নের জবাবে রাশিয়ার এই পর্যবেক্ষক বলেন, এক মেরুর বিশ্ব থেকে বের হয়ে আমরা একটি বহু মেরুর বিশ্বের দিকে যাওয়ার ক্রান্তিকালে রয়েছি। অর্থাৎ, বিশ্বের কেবল একটি দেশের আধিপত্য আর থাকছে না, বিশ্বে আরও বহু মেরুকরণ হচ্ছে। জাতীয় স্বার্থের ওপর ভিত্তি করে বাংলাদেশ সিদ্ধান্ত নিচ্ছে। তাই আমরা দেশটিকে ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচন পর্যবেক্ষণকালে একজন প্রার্থীকে আমি সেই কথাই বলেছি।
বিশ্বের আরও অনেক দেশের নির্বাচনের সঙ্গে বাংলাদেশের নির্বাচনের পার্থক্য নিয়ে রুশ পর্যবেক্ষক বলেন, একজন আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে আমি বিশ্বের আরও অনেক দেশ ভ্রমণ করেছি। বাংলাদেশের ভোটারদের আমরা খুব সক্রিয় দেখতে পেয়েছি। রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে এখানকার ভোটাররা ওতপ্রোতভাবে জড়িত।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]