
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সাত ঘণ্টায় ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম।
রবিবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাংগীর আলম বলেন, এখন পর্যন্ত ৭টি কেন্দ্রে অনিয়মের অভিযোগে ভোট গ্রহণ বাতিল করা হয়েছে। একটি মুন্সিগঞ্জ জেলায়, দুইটি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে।
এসময় ইসি সচিব বলেন, বিভাগ অনুযায়ী ঢাকা বিভাগে ২৫ শতাংশ, চট্রগ্রামে ২৭ শতাংশ, সিলেটে ২২ শতাংশ, বরিশালে ৩১ শতাংশ, খুলনা ৩২ শতাংশ, রাজশাহী ২৬ শতাংশ, ময়মনসিংহ ২৯ শতাংশ, রংপুরে ২৬ শতাংশ গড়ে সারাদেশে ২১ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে।
তিনি জানান, দুইজন প্রিসাইডিং অফিসার হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। এছাড়া এখন পর্যন্ত ৩০ থেকে ৩৫ জায়গায় সংঘাতের ঘটনা ঘটেছে।
তফশিল অনুযায়ী, আজ সকাল ৮টায় সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]