হরতালেও গণপরিবহন চলবে: মালিক সমিতি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ২১:১৭
হরতালেও গণপরিবহন চলবে: মালিক সমিতি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলের ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালে গণপরিবহন চলবে।


৫ জানুয়ারি, শুক্রবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।


তিনি বলেন, নির্বাচনি কাজে প্রায় পাঁচ হাজার গাড়ি ব্যবহার হবে। অনেক গাড়ি এরই মধ্যে কাজে লেগেছে। এজন্য সড়কে গাড়ি এমনিতেই কম। তারপরও হরতালে গাড়ি চলবে।


শনিবার (৬ জানুয়ারি) ভোর ৬টায় শুরু হয়ে এ হরতাল চলবে সোমবার (৮ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত।


সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, দলের সব রাজনৈতিক নেতার মুক্তি দাবি এবং ভোট বর্জনে চলমান অসহযোগের আন্দোলনের সমর্থনে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।


৪ জানুয়ারি বিকেলে ভার্চুয়াল ব্রিফিংয়ে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com