গাইবান্ধা-৫ আসনে ভোট স্থগিতের সিদ্ধান্ত হয়নি: ইসি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ২০:২৭
গাইবান্ধা-৫ আসনে ভোট স্থগিতের সিদ্ধান্ত হয়নি: ইসি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের ভোট স্থগিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের পরিবেশ অনুকূলে না থাকায় শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন বন্ধের সিদ্ধান্তের খবর গণমাধ্যমে প্রকাশ পায়। পরে ইসি থেকে বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি মর্মে গণমাধ্যমকে জানানো হয়।


৫ জানুয়ারি, শুক্রবার রাত আটটার দিকে ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ করেছে নির্বাচন কমিশন- এমন একটি সংবাদ দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের স্ক্রলসহ গণমাধ্যমের অনলাইন ভার্সনে প্রচার করা হচ্ছে। নির্বাচন কমিশন ওই আসনে ভোট বন্ধের কোনো সিদ্ধান্ত নেয়নি। এ তথ্যটি অসত্য ও ভিত্তিহীন।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণমাধ্যমের এ তথ্যে সংশ্লিষ্ট আসনের নির্বাচনের প্রার্থী ও ভোটারসহ সংশ্লিষ্টরা বিভ্রান্ত না হওয়ার জন্য নির্বাচন কমিশন আহ্বান জানাচ্ছে। একইসঙ্গে গণমাধ্যমে গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ ঘোষণা করা হয়েছে-এমন বিভ্রান্তিকর সংবাদ প্রচার না করার জন্য অনুরোধ করছে নির্বাচন কমিশন।


আসনটিতে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন (নৌকা), স্বতন্ত্র ফারজানা রাব্বী বুবলী (ট্রাক), শামসুল আজাদ শীতল (ঈগল পাখি), বিকল্প ধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা), এনপিপির ফারুক মিয়া (আম) এবং জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আতাউর রহমান সরকার। তবে, গত ৩ জানুয়ারি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আতাউর রহমান।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com