ইসির নিরাপত্তায় ফায়ার সার্ভিসের অস্থায়ী ক্যাম্প
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ১৯:৩৮
ইসির নিরাপত্তায় ফায়ার সার্ভিসের অস্থায়ী ক্যাম্প
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর আগারগাঁও প্রধান নির্বাচন ক‌মিশনের নিরাপত্তা নি‌শ্চিতে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে বাংলাদেশ ফায়ার ও সার্ভিস সিভিল ডিফেন্স।


৫ জানুয়ারি, শুক্রবার দুপুরের পর নির্বাচন ভবনের সামনের সড়কে তাঁবু টানিয়ে এই অস্থায়ী ক্যাম্পের কার্যক্রম শুরু করেন মোহাম্মদপুর ফায়ার স্টেশনের কর্মীরা।


রাজধানীর আগারগাঁও প্রধান নির্বাচন ক‌মিশন ভবনের সামনের সড়কে আইসি‌টি ভবনের সামনে তাঁবু টা‌নিয়ে ক‌্যাম্প তৈরি করা হয়। সেই সঙ্গে যেকোনো প‌রি‌স্থি‌তি মোকাবেলায় ক‌্যা‌ম্পের পাশে পানিবাহী গাড়ি ও রেসকিউ মালামালের বিশেষ গাড়ি দাঁড় ক‌রিয়ে রাখা হয়েছে।


মোহাম্মদপুর ফায়ার স্টেশনেরর ইন্সপেক্টর (পরিদর্শক) আশরাফুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এই জায়গায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছি।


নির্বাচনের পর‌দিন আগামী ৮ জানুয়ারি পর্যন্ত এই ক‌্যাম্প থাকবে বলেও জানান তি‌নি। সেই স‌ঙ্গে পর্যায়ক্রমে ২০ জন করে জনবল সব সময় এখা‌নে দা‌য়িত্ব পালন করবেন বলে জানান আশরাফুল ইসলাম।


এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় মনিটরিং ও কো-অর্ডিনেশন সেল গঠন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।


শুক্রবার (৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় মনিটরিং ও কো-অর্ডিনেশন সেল গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। নির্বাচনকালীন সহিংসতায় অগ্নিকাণ্ডসহ যেকোনো ধরনের দুর্ঘটনা মোকাবিলায় এ মনিটরিং সেল গঠন করা হয়েছে। ঢাকাসহ দেশের যেকোনো প্রান্তে দুর্ঘটনার তথ্য সংগ্রহ ও সমন্বয় করতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের পাশাপাশি বিশেষ সেল হিসেবে কেন্দ্রীয় মনিটরিং ও কো-অর্ডিনেশন সেল কাজ করবে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিনের নির্দেশনা অনুযায়ী সারাদেশের সব ফায়ার স্টেশনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে সবাইকে স্ট্যান্ডবাই ডিউটিতে রাখা হয়েছে। নির্বাচনকালীন জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। ফায়ার ফাইটারদের পাশাপাশি ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত ভলান্টিয়ারদেরও প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রয়োজনীয়সংখ্যক অ্যাম্বুলেন্সসহ যাবতীয় অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।


সারাদেশে জীবন ও মালামাল সুরক্ষাসংক্রান্ত যেকোনো কাজে দিন-রাত ২৪ ঘণ্টা ফায়ার সার্ভিসের সেবা গ্রহণ করা যাবে। যেকোনো জরুরি প্রয়োজনে সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের নিকটবর্তী ফায়ার স্টেশন, বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বরে বা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন ১৬১৬৩ নম্বরে ফোন করার জন্য সকলকে অনুরোধ জানানো যাচ্ছে। কেন্দ্রীয় মনিটরিং সেলের মোবাইল নম্বর ০১৭৩০৩৩৬৬৯৯-এ ফোন করেও জরুরি সেবা গ্রহণ করা যাবে বলেও জানানো হয়েছে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com