বাংলাদেশে নির্বাচন সামনে রেখে মানবাধিকার রক্ষায় অ্যামনেস্টির ১০ দফা
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ১৯:৩৬
বাংলাদেশে নির্বাচন সামনে রেখে মানবাধিকার রক্ষায় অ্যামনেস্টির ১০ দফা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ দফা ‘মানবাধিকার সনদ’ প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সব রাজনৈতিক দলের মূল পরিকল্পনায় মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের বিষয়টি যাতে থাকে- তা নিশ্চিতের জন্য সব দলের প্রতি আহ্বান জানানো হয়।


বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সংগঠনটি তাদের ওয়েবসাইটে এই ১০ দফার সনদ প্রকাশ করে।


আন্তর্জাতিক বিভিন্ন চুক্তির প্রতি বাংলাদেশের অঙ্গীকার অনুযায়ী, মানবাধিকার রক্ষায় ঢাকার বাধ্যবাধকতার বিষয়টি মনে করিয়ে দিয়েছে সংস্থাটি।


নির্বাচন সামনে রেখে বাংলাদেশের জন্য দেয়া অ্যামনেস্টির ১০ দফা মানবাধিকার সনদের মূল বিষয়গুলো নিম্নরূপ:


১. মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন, তা রক্ষা করুন।


২. প্রতিবাদকে সুরক্ষা দিন।


৩. রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান করুন।


৪. গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ক্ষেত্রে দায়মুক্তির অবসান ঘটান।


৫. নারীর অধিকার রক্ষা করুন।


৬. ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের অধিকার রক্ষা করুন।


৭. মৃত্যুদণ্ড বাতিল করুন।


৮. জলবায়ুসংকট মোকাবিলায় অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পদক্ষেপ গ্রহণ করুন।


৯. হেফাজতে মৃত্যু ও নির্যাতনের ঘটনায় দায়মুক্তির অবসান ঘটান।


১০. করপোরেট দায়বদ্ধতা ও শ্রম অধিকার সমুন্নত রাখুন।


এ ১০ দফার প্রতিটির ক্ষেত্রে বাংলাদেশে বিদ্যমান পরিস্থিতির সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এছাড়া সবকটি দফায় পৃথকভাবে কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com