দেশবাসীকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান ৩২ বিশিষ্ট নাগরিকের
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ১৮:২২
দেশবাসীকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান ৩২ বিশিষ্ট নাগরিকের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভোটাধিকার সাংবিধানিক অধিকার, এই অধিকার স্বেচ্ছায় এবং উৎসবমুখর পরিবেশে আগামী ৭ জানুয়ারি প্রয়োগ করতে আহ্বান জানিয়েছেন দেশের ৩২ জন বিশিষ্ট নাগরিক।


৫ জানুয়ারি, শুক্রবার বিশিষ্ট নাগরিকদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বিবৃতিটি গণমাধ্যমে পাঠান।


বিবৃতিতে বলা হয়, ভোট দেওয়ার মাধ্যমে সাংবিধানিক দায়িত্ব ও নাগরিক অধিকার প্রয়োগ হয়। শান্তিপূর্ণ পরিবেশ ও নিরপেক্ষভাবে ভোটের আয়োজন করা এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনমতের সরকার প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্রে আর কোনো বিকল্প নেই।


বিবৃতিতে তারা সব ষড়যন্ত্র, অপপ্রচার, মিথ্যাচার ও ভয়ভীতি প্রদর্শনকে উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে সবাইকে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় ৭ জানুয়ারি ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।


বিবৃতিদাতারা হলেন সৈয়দ হাসান ইমাম, অধ্যাপক অনুপম সেন, রামেন্দু মজুমদার, ডা. সারোয়ার আলী, ফেরদৌসী মজুমদার, আবুল বারকাত, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, নাসির উদ্দীন ইউসুফ, ম হামিদ, গোলাম কুদ্দুছ, অধ্যাপক মুহাম্মদ সামাদ, পীযুষ বন্দ্যোপাধ্যায়, জামাল উদ্দীন, কেরামত মাওলা, সেলিনা হোসেন, সারা যাকের, শিমূল ইউসুফ, শিল্পী নিসার হোসেন, মিলন কান্তি দে, সুজেয় শ্যাম, আশরাফুল আলম, লায়লা হাসান, মিনু হক, রাইসুল ইসলাম আসাদ, শ্যামল দত্ত, আবদুস সেলিম, আহকাম উল্লাহ, অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার, অধ্যাপক নিজাম উদ্দীন ভূঁইয়া, নিম চন্দ্র ভৌমিক ও ডা. নুজহাত চৌধুরী।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com