
নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ নিয়ে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ আছে কি না তা জানতে চেয়েছেন কমনওয়েলথের প্রতিনিধিরা। জবাবে কমিশন জানিয়েছে, ভোটের দিন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। মাঠে সেনাবাহিনী, বিজিবি, আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। যে কোন ধরণের নাশকতা ঠেকাতে তারা প্রস্তুত। সব কিছু মিলিয়ে প্রতিনিধি দল নির্বাচনের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন।
৫ জানুয়ারি, শুক্রবার নির্বাচন ভবনে প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
ইসির এই অতিরিক্ত সচিব বলেন, ভোটারদের অংশগ্রহণ নিয়ে চ্যালেঞ্জ আছে কি না, সেটি জানতে চেয়েছে কমনওয়েলথ। এসময় কমিশন জানিয়েছে, ভোটের দিন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। মাঠে সেনাবাহিনী, বিজিবি, আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে তারা আশ্বস্ত হয়েছেন।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]