
ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন-১৬ লঞ্চ ও কোস্টার জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী লঞ্চটির তলা ফেটে পানি ঢুকে পড়ে। এতে লঞ্চে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লেও বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ৫ শতাধিক যাত্রী।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার সদরঘাট থেকে ছেড়ে সুন্দরবন-১৬ লঞ্চটি বরিশাল যাচ্ছিল। রাত পৌনে ১টায় মেঘনা নদীর এখলাছপুরে সুন্দরবন-১৬ এর মাঝ বরাবর ধাক্কা দেয় পণ্যবাহী কার্গো এমভি মার্কেন্টাইল-৩। এতে লঞ্চের ভিআইপি কেবিন, ক্যান্টিন, ডেকের মাঝ সিঁড়ি দুমড়ে-মুচড়ে যায়। তবে কোনো যাত্রী হতাহত হননি।
চাঁদপুরের নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, যাত্রীদের উদ্ধার ও নিরাপত্তা দিতে চাঁদপুর সদর ও মোহনপুর নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লঞ্চ ও কার্গো দুটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। লঞ্চটি এখলাছপুরের একটি চরে রাখা হয়েছে। যাত্রীরা নিরাপদে আছেন। তাদের উদ্ধারে কাজ চলছে।
বিআইডব্লিউটিএ চাঁদপুর বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, লঞ্চটিতে ৭০০-৮০০ যাত্রী ছিল। দুর্ঘটনার মূল কারণ ছিল ঘন কুয়াশা।
এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে নৌ পুলিশ চাঁদপুর থানা ও মোহনপুর ফাঁড়ির সদস্যরা।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]