মাঠে নামছেন সাড়ে ৬শ বিচারিক ম্যাজিস্ট্রেট
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০০:৫৭
মাঠে নামছেন সাড়ে ৬শ বিচারিক ম্যাজিস্ট্রেট
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন অপরাধের সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করতে শুক্রবার (৫ জানুয়ারি) মাঠে নামছেন সাড়ে ৬শ জন বিচারিক ম্যাজিস্ট্রেট।


বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার কর্মকর্তারা জানিয়েছেন, বিচারিক ম্যাজিস্ট্রেটরা ভোটের আগে-পরে পাঁচদিনের জন্য নিয়োজিত থাকবেন।


এ বিষয়ে আইন শাখার যুগ্মসচিব মো. মাহবুবার রহমান সরকার বলেছেন, বিচারিক ম্যাজিস্ট্রেট থাকবে ৬৫৩ জন। গণ প্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী অপরাধ আমলে নিয়ে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট পেপার ধ্বংস করা, ব্যালট বক্স ছিনতাই, ভোটদানে বাধা দেওয়া বা বাধ্য করা, ভোটকেন্দ্রের পরিবেশকে ভোটের উপযোগী না রাখা, এই সমস্ত অপরাধগুলোর সংক্ষিপ্ত বিচার করতে পারবেন তারা। এই দণ্ডগুলো একটু বেশি, ৩ থেকে ৭ বছর আছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com