
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ জনসভায় অংশনিতে নারায়ণগঞ্জে পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল সোয়া ৩টায় শহরের ইসদাইর এলাকায় একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে পৌঁছান তিনি।
এ মাঠে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের সবশেষ সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন তিনি।
সমাবেশ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে থেকেই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। এসময় নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন পর নেত্রী নারায়ণগঞ্জ শহরে এসেছেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। প্রধানমন্ত্রীকে পেয়ে নেতাকর্মীরা অনেক বেশি উচ্ছ্বসিত।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]