
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জনসভায় যোগ দিতে ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে রওয়ানা হন তিনি।
বিকেলে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা। দলীয় প্রধানকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন দল।
সমাবেশে ফরিদপুরের চারটি সংসদীয় আসনে আওয়ামী মনোনীত প্রার্থীরাই থাকবেন বলে জানা গেছে, যাদের দলীয় সভাপতির পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]