
ঘন কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ৬টি ফ্লাইট নামতে না পেরে সিলেট ও চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইমলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কুয়াশার কারণে সোমবার (১ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে মাঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ফ্লাইট চলাচল করতে পারেনি। এ সময় ৬টি ফ্লাইট চট্টগ্রাম ও সিলেটে পাঠানো হয়।
মোহাম্মদ কামরুল ইমলাম আরও জানান, সকাল ৯টার পর চট্টগ্রাম ও সিলেট থেকে ফ্লাইটগুলো ঢাকায় আসা করা শুরু করে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]